Globe Investment and Fintech Company Limited. | Post Details ;
20 Jun

একনজরে শেয়ারবাজারের ১৭ সূত্র

শেয়ারবাজারের বিভিন্ন সিকিউরিটিজ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশকিছু সূত্র বের করেছেন যাকে সিকিউরিটিজে বিনিয়োগের স্বর্ণসূত্র বলা হয়েছে। নিম্নে সূত্রগুলো বর্ণনা করা হলো:

০১। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করে বিনিয়োগ করুন।

০২। একজন অংশীদারের মত আচরণ করুন।

০৩। হালনাগাদ অর্থনৈতিক তথ্যসমূহের বিষয়ে অবগত থাকুন।

০৪। বিনিয়োগের ক্ষেত্রে এর ঝুঁকি সম্পর্কে ধারণা নিন।

০৫। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি এবং তার বিপরীতে প্রাপ্তি কি হতে পারে তা বিবেচনা করুন।

০৬। কোম্পানির ব্যবস্থাপনার উপর সজাগ দৃষ্টি রাখুন।

০৭। নিয়মিত বিনিয়োগ করুন।

০৮। গুজবে কান দিবেন না।

০৯। বিনিয়োগের পোর্টফোলিও ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিন ও লক্ষ্য সম্পর্কে সচেতন থাকুন।

১০। পোর্টফোলিওতে নানারকম শেয়ার রাখলে তার একটি সীমারেখা নির্ধারণ করুন।

১১। প্রতিবছর অন্তত: একবার আপনার বিনিয়োগ সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনা করুন।

১২। সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলুন।

১৩। বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারের মৌলভিত্তি যাচাই করুন।

১৪। বাজারের উঠানামাতে অধৈর্য হবেন না, দীর্ঘ মেয়াদী বিনিয়োগে নজর দিন।

১৫। বিনিয়োগকারীর অধিকার সম্পর্কে সচেতন হোন।

১৬। আপনার ঝুঁকি গ্রহণের সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকুন।

১৭। সঞ্চয়ের পুরোটা বিনিয়োগ করবেন না, ঋণ নিয়ে বিনিয়োগের অভ্যাস পরিহার করুন।

তথ্যসূত্রঃ শেয়ারবাজার নিউজ

Comments